Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধু দু’টি দেশের স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন: নৌ-প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ০২:৩৩ PM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ০৪:০৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


বাংলাদশে আওয়ামী লীগরে সাংগঠনকি সম্পাদক ও নৌপরবিহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলছেনে, বঙ্গবন্ধু আমাদের যা দিয়ে গেছেন, সে ঋণ আমরা শোধ করতে পারব না। বঙ্গবন্ধু দু’টি দেশের স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। একটিতে নেতৃত্ব দিয়ে জাতির পিতা হয়েছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখিয়েছেন এবং বাস্তবায়ন করেছেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশকে স্বাধীন করা পর্যন্ত প্রতিটি আন্দোলনে তাঁর অবদান অবিস্মরণীয়। ’৭০ এর নির্বাচনে বঙ্গবন্ধু একক নেতায় পরিণত হয়েছেন।

তিনি আজ ঢাকায় বাংলাদশে প্রসে কাউন্সলি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট অয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।

সংগঠনের সহ-সভাপতি রুদুয়ান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখনে আওয়ামী লীগ নেতা এড, বলরাম পোদ্দার, সঙ্গীতশিল্পী রফিকুল আলম প্রমুখ।

প্রতিমন্ত্রী বলনে, জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা করার দু:সাহস আমার নেই। তাঁকে স্মরণ করতে পারছি এটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। বঙ্গবন্ধুকে স্মরণ করার জন্য অনুষ্ঠানের দরকার নেই, তাঁকে চেতনায় ধারণ করতে পারলে আমাদের গতিপথ ঠিক থাকবে এবং তাঁর চেতনা ধারণ করেই আমরা সঠিক ধারায় এগিয়ে যাব। ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধুর স্বাধীনতার আহ্বানকে পাকিস্তানি জান্তারা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা সত্ত্বেও বঙ্গবন্ধু ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা করেন।

খালদি মাহমুদ চৌধুরী বলনে, বঙ্গবন্ধুকে নিয়ে যত লেখা ও আলোচনা হয়েছে, পৃথিবীর আর কোন নেতাকে নিয়ে এত আলোচনা হয়নি। দুর্নীতি, অর্থনৈতিক ও রাজনৈতিক দুর্বৃত্তায়নকে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমরা সোনার বাংলা গড়ে তুলব।

Bootstrap Image Preview