Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিউজিল্যান্ডে হামলার পর পুলিশি পাহারায় যুক্তরাষ্ট্রে জুমার নামাজ আদায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ১২:৫৩ PM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ১২:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা ঘটনার পর বিশ্বের বিভিন্ন দেশের মসজিদগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের মসজিদগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনার চৌদ্দ ঘন্টা পর শুক্রবার জুমার নামাজের সময় যুক্তরাষ্ট্রের মসজিদগুলোতে ছিল ভীতিকর পরিবেশ। তবে যেকোন পরিস্থিতি মোকাবিলায় মসজিদগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মুসজিদের আশেপাশে পুলিশি পাহারা বসানো হয়।

বাংলাদেশি অধ্যুষিত এলাকা নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টার মসজিদে যান পুলিশ কমিশনার জেমস ও'নীল। তিনি বলেন, হেট ক্রাইম রুখতে সতর্ক আছে পুলিশ। আমরা নিউইয়র্কে মুসলমানদের পাশে আছি। এ ধরনের ঘটনা রুখতে পুলিশ সদা সতর্ক অবস্থায় রয়েছে।

Bootstrap Image Preview