Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা, এখনও নিখোঁজ ৭ বাংলাদেশি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ১১:৩০ AM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ১১:৩০ AM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকধারীর গুলির ঘটনায় বাংলাদেশের ৭ জনের খোঁজ এখনও মেলেনি। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দুই বাংলাদেশি। অকল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

শফিকুর রহমান জানান, ক্রাইস্টচার্চে বন্দুক হামলার পর নিউজিল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির লোকজন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিতে থাকেন। এখন পর্যন্ত সাতজনকে ফোনে পাচ্ছেন না। তারা সেদিন মসজিদে ছিলেন। আমরা আশঙ্কা করছি হয়ত ওই সাতজন আর বেঁচে নেই।

এ ঘটনায় বাংলাদেশের মোট কয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এমন প্রশ্নে শফিকুর রহমান বলেন, আমরা এখনও আনুষ্ঠানিকভাবে জানি না, কতজন মারা গেছেন। লাশগুলো ঘটনাস্থলেই রয়েছে।আশা করি আজকের মধ্যে জানতে পারব।

তিনি বলেন, শুক্রবার শুনেছিলাম নিহত ডা. সামাদের স্ত্রীও মারা গেছেন। তবে আসলে বিষয়টি সত্যি নয়। তিনি বেঁচে আছেন। তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন, ডা. সামাদ বেঁচে নেই। তবে বিষয়টি তাকে এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

শফিকুর রহমান জানান, এ ঘটনায় গুরুতর আহত দুজন বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে একজন নারীর বুকে গুলি ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। আরেকজনের পায়ে গুলি লেগেছে। তার পা কেটে ফেলতে হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীদের এলোপাতারি গুলিতে ৪৯ জন মারা যান। আহত হয়েছেন অন্তত ৪৮জন। এই সন্ত্রাসী হামলার সময় আল নূর মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। তারা মসজিদে ঢোকার কিছুক্ষণ আগে এক পথচারীর কাছ থেকে খবর পেয়ে ফিরে আসেন। ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ক্রিকেটাররা।এ ঘটনায় বাংলাদেশের তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

Bootstrap Image Preview