Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে নারী পকেটমারের খপ্পরে ম্যাজিস্ট্রেট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ১১:২৫ AM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ১১:২৫ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজধানীর মিরপুরের পল্লবীতে কয়েকজন পকেটমারের চক্করে পড়ে মোবাইল ফোন হারানোর কিছুক্ষণের মধ্যেই সেটি উদ্ধার করলেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় রনি বেগম (২৭) নামে এক নারী পকেটমারকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

ফাতিমা আজরিন তন্বী নামে ঐ ম্যাজিস্ট্রেট বলেন, আমার কর্মস্থল মাদারীপুরে হলেও প্রশিক্ষণের জন্য আমি ঢাকায় অবস্থান করছিলেন। শুক্রবার বিকালে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের মোহাম্মদীয়া মার্কেটে যাই। হঠাৎ মনে হল, কেউ একজন আমার ব্যাগে হাত দিয়েছে। ব্যাগে হাত দিয়ে দেখি আমার মোবাইলটি নেই। এ সময় পাশে থাকা এক নারীকে (রনি বেগম) আমার সন্দেহ হলে তাকে আটক করি। তার সঙ্গে একটি বাচ্চাসহ আরও লোক ছিল।

হঠাৎ ওই বাচ্চাকে নিয়ে এক লোক সটকে পড়ে। ওই নারীর ফোনে বারবার ফোন আসছিল। আমি থানাকে ঘটনাটি জানালে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এ সময় আমি একজনের ফোন নিয়ে আমার নম্বরে ফোন দিলে একজন ধরে বলেন, ফোনটি রাস্তার পাশে পড়েছিল। এসে নিয়ে যান। পরে আমি ফোনটি ফেরত পাই। তবে সেট থেকে একটি সিম তারা খুলে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, আমি পল্লবী থানায় আছি। ওই নারীর বিরুদ্ধে মামলা করব।

পল্লবী থানায় যোগাযোগ করা হলে পরিদর্শক অপারেশন ইমরানুল ইসলাম বলেন, ওই ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। ভুক্তভোগী মামলা করতে চাইলে আমরা মামলা নেব।

Bootstrap Image Preview