Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বিকালে গণভবনে যাচ্ছেন ডাকসুতে বিজয়ীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ০৯:৫৭ AM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ০৯:৫৭ AM

bdmorning Image Preview


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নবনির্বাচিত নেতৃবৃন্দ শনিবার বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

শনিবার (১৬ মার্চ) বিকাল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র থেকে জানা গেছে, ডাকসু ও হল সংসদের নবনির্বাচিত নেতৃবৃন্দ শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করবেন।

বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) মনোনীত সম্মিলিত শিক্ষার্থী পরিষদ প্যানেল নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) ও সমাজ সেবা সম্পাদক পদ ছাড়া ডাকসুর ২৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির বাকি সবগুলো পদে জয়লাভ করে।

উল্লেখ্য, গত ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ অধিকাংশ হল সংসদে পূর্ণ প্যানেলে এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৩টি পদে জয়লাভ করে। ডাকসু নির্বাচনের ইতিহাসে এই প্রথমবারের মতো এ নির্বাচনে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন অধিকাংশ পদে বিজয়ী হয়েছে।

কোটা সংস্কার হিসাবে অধিক পরিচিত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সমর্থিত প্রার্থী নূরুল হক নূরু ডাকসুর সহ-সভাপতি নির্বাচিত হন। অপরদিকে বিসিএল প্যানেল মনোনীত প্রার্থী গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয় লাভ করেন।

Bootstrap Image Preview