Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছেলেকে হত্যার অভিযোগে বাবা ও সৎ মা'সহ গ্রেফতার ৩

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ০৯:৩৯ AM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ০৯:৩৯ AM

bdmorning Image Preview


ময়মনসিংহের ভালুকা উপজেলার উড়াহাটি পশ্চিমপাড়া গ্রামে ছেলেকে হত্যা করে বসত ঘরের ভিতরে মাটিতে পুতে রাখার ঘটনায় বাবা ও সৎ মা'সহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।    

গত বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ জামালপুর রেল স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করে ভালুকা মডেল থানা পুলিশ।

থানা সূত্রে জানাযায়, ভালুকা মডেল থানার এস,আই মামলার তদন্তকারী অফিসার রোমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুরে রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে নিহত জসিম উদ্দিনের পিতা সুলতান মিয়া, মাতা সুফিয়া খাতুন ও ছোট ভাই আলমগীর হোসেনকে গ্রেফতার করেন।

উল্লেখ্য, ভালুকা উপজেলার উড়াহাটি গ্রামের সুলাতান মিয়ার মাদকাসক্ত ছেলে জসিম উদ্দিন নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মা সহ পরিবারের লোকদের নির্যাতন করতো। গত সোমবার রাতে নেশার টাকার জন্য তার মা বাবাকে মারধর করলে এক পর্যায়ে তার সৎ মা হাতুড়ী দিয়ে আঘাঁত করে মুখে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে পরে ঘরের মাটি গর্ত করে জসিমের লাশ বস্তাবন্দি করে গর্তে পুঁতে রাখে, ঘটনার দুই দিন পর তারা পালিয়ে যায়।

খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ভালুকা মডেল থানা পুলিশ মাটি খুঁড়ে বস্তাবন্দি গলাই রশি পেঁচানো অবস্থায় জসিমের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের সৎ ভাই আমীর আলী বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Bootstrap Image Preview