Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মসজিদে হামলা: দেশবাসীর কাছে দোয়া চাইলেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ১০:২৩ PM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ১০:৪০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নিউজিলেন্ডে ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় অল্পের জন্য আমাদের দেশের জাতীয় দলের খেলোয়াররা রক্ষা পেয়েছে। এখন সবাই নিরাপদে আছে জানিয়ে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দেশবাসীর কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন।

শুক্রবার বিকেলে গাজীপুর কাপাসিয়ায় তারাগঞ্জ মাঠে সূযদয় স্পোটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেনে।

তিনি বলেন তামিম, মুশফিক-মিরাজদের সঙ্গে নিউজিল্যান্ডে আজ ভয়ংকর এক ঘটনা ঘটে যেতে পারত। মসজিদে যাচ্ছিলেন তারা জুমার নামাজ পড়তে। এমন সময় দেখেন কয়েকজন রক্ত মাখা শরীর নিয়ে মসজিদ থেকে বেরোচ্ছেন। মসজিদে ঢোকার ঠিক আগমুহূর্তে অজ্ঞাত এক নারী এসে তামিমদের সতর্ক করে জানান যে মসজিদের ভেতরে গোলাগুলি হচ্ছে, এখন ভেতরে যাওয়া ঠিক হবে না।

মাশরাফি বলেন, ওই গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত প্রাণ গেছে ৪৯ জনের, আহত হয়েছে ৪৮ জন। আর ৩-৪ মিনিট আগে মসজিদে পৌঁছলে খারাপ কিছু ঘটে যেতো তামিম, মুশফিকদের সঙ্গেও। সৃষ্টিকর্তার দয়ায় তারা বেঁচে গেছে। এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই।

এছাড়া তারাগঞ্জবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, এলাকার ভিত্তবানরা এগিয়ে আসুন। সবাই মিলে এই সূর্যদয় স্পোটিং ক্লাবের উন্নয়নে কাজ করেন। যাতে এখান থেকে ভালো ভালো প্লেয়ার বেড় হয়ে ভবিষ্যতে আমাদের জাতীয় দলে খেলে দেশের এবং এলাকার সুনাম বয়ে আনতে পারে। আমি সার্বিক ভাবে আপনাদের সহযোগিতা করবো। প্রথম বাড়ের মত তারাগঞ্জে এসেছি আশা করি সামনে আরও অনেক বার আসবো বলেও আশা প্রকাশ করে তিনি।

অপরদিকে একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব যুগ্ম সচিব আশরাফুল আলম খোকন মাশরাফির প্রসংশা করে বলেন, মধ্যে আপনারা দেখেন পৃথিবীতে যারা বড় বড় ক্রিকেট প্লেয়ার তারা সবাই বড় লোক। অথচ বিশ্বের একজন নামকরা খেলোয়ার বাংলাদেশের সফল অধিনায়ক। কিন্তু তিনি বড় লোক নয়। এমনকি তার কোন ব্যাংকে কোটি কোটি টাকাও নেই। মাশরাফি এতটাই সাধারন।

তিনি আরও বলেন, মাশরাফি যত টাকা ইনকাম করেছে তিনি সব টাকা এলাকার গরীব দুঃখী মানুষের কাছে বিলি করে দিয়েছেন। নিজের কাছে কোন টাকা রাখেন নাই। তাই মাননীয় প্রধানমন্ত্রী নড়াইল থেকে তাকে মনোনয় দিয়েছে এবং নড়াইল বাসি দল মত নির্বিশেষে তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন।

তাই এলাকার তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা মাশরাফিকে ফলো করো। তার মত নিজেকে তৈরি কর। দেশের নামকরা ব্যক্তিদের মধ্যে একজন হও। যেন মাশরাফির মতো তোমাদেরকে নিয়েও আমরা গর্ব করতে পারি। তাই তোমাদের জন্য যা যা করনীয় আমি সকল কাজ করবো। তোমরা এগিয়ে যাও।

Bootstrap Image Preview