Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দায়িত্ব না নিলে পদ হারাবেন নুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ০৯:০১ PM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ০৯:০১ PM

bdmorning Image Preview


ডাকসুর নবনির্বাচিতদের অভিষেক অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচনে অনিয়ম, কারচুপির অভিযোগে কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের দায়িত্ব গ্রহণ নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।

নির্বাচন সংঘটিত হওয়ার কত দিনের মধ্যে এবং কিভাবে নির্বাচিতদের দায়িত্ব গ্রহণ হবে, তা স্পষ্ট উল্লেখ নেই ডাকসুর গঠনতন্ত্রে।

ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাহী কমিটির কোনো সদস্য টানা তিনটি বৈঠকে অনুপস্থিত থাকলে তিনি তাঁর পদ হারাবেন। সে ক্ষেত্রে সাধারণ নিয়মে নির্বাচনের মাধ্যমে ওই পদ পূরণ করা হবে।

নিয়মানুযায়ী, যদি সহ-সভাপতি হিসেবে নুর দায়িত্ব গ্রহণ না করেন তবে তিনি এই পদ হারাবেন।

২৯ বছর পর প্রায় সব সংগঠন ও জোটের অংশগ্রহণে ১১ মার্চ ডাকসু ও হল সংসদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ভোট গ্রহণের মাঝপথে ছাত্রলীগ ছাড়া বাকি সব সংগঠন ভোট বর্জনের ঘোষণা দেয়।

Bootstrap Image Preview