Bootstrap Image Preview
ঢাকা, ১৭ সোমবার, জুন ২০১৯ | ২ আষাঢ় ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

সন্ত্রাসী হামলা নিয়ে যা বললো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ০৮:১৪ PM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ০৮:১৪ PM

bdmorning Image Preview


ক্রাইস্টার্চে  দুটি মসজিদে  ভয়াবহ সন্ত্রাসী হামলার ৪৯ জনের মত মারা গিয়েছে। নৃশংস এই ঘটনা সমবেদনা জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। 

বোডের তরফ থেকে জানানো হয়েছে, নিউজিল্যান্ডের ক্রাইস্টার্চে ভয়াবহ এ ঘটনায় যারা আক্রান্ত হয়েছেন তাদের পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। নিউজিল্যান্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড যৌথ ভাবে হ্যাগলে ওভাল টেস্ট (আগামীকাল শুরু হওয়ার কথা ছিল) বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। দুই দল ও তাদের স্টাফরা নিরাপদে আছে।

এদিকে স্বাগতিকদের বিপক্ষে শেষ টেস্ট বাতিল ঘোষণা করা হয়েছে। আগামীকাল শনিবার নিউজিল্যান্ড সময় দুপুর ১২টায় দেশে ফেরার উদ্দেশ্যে বিমানে উঠবে বাংলাদেশের ক্রিকেটাররা। 

Bootstrap Image Preview