Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: আট পদে বিএনপি, ছয় পদে আ.লীগ জয়ী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ০৮:১৪ PM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ০৮:১৪ PM

bdmorning Image Preview


সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সরকার সম‌র্থিত প্যানেল সাদা দ‌ল সভাপ‌তি পদসহ ছয়টি পদে জয় পেয়েছে। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল পেয়েছে সম্পাদকসহ আটটি পদ।

শুক্রবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে সুপ্রিম কোর্ট বার ভবনের হল রুমে এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

সভাপতিসহ নির্বাচনে আওয়ামী লীগ প্যানেল একটি সহ-সভাপতি, একটি সহ-সম্পাদক ও তিনটি সদস্য পদে জয়ী হয়েছে। আর বিএনপি প্যানেল সম্পাদকসহ একটি সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, একটি সহ-সম্পাদক ও চারটি সদস্য পদ লাভ করেছে।

দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের এ নির্বাচনে সরকার সম‌র্থিত সাদা দ‌লের সভাপ‌তি প্রা‌র্থী এম আ‌মান উদ্দিন এবং বিএনপি সমর্থিত নীল প্যা‌নে‌লের সম্পাদক প‌দের প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন জয়ী হয়েছেন।

ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এম আমান উদ্দিন বলেন, আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তা অক্ষরে অক্ষরে পালন করব। আপনাদের সহায়তা নিয়ে আপনাদেরকে একটি সুন্দর বার উপহার দেব।

অন্যদিকে নব নির্বাচিত সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকনকে প্রতিক্রিয়া জানানোর শুরুতেই বলেন, মিথ্যা মামলায় কারাগারে বন্দী খালেদা জিয়ার মুক্তি দাবি করছি।

এ সময় বারের আওয়ামী পন্থী আইনজীবীরা তার বক্তব্যের প্রতিবাদ জানান। এ নিয়ে প্রচণ্ড হট্টগোল শুরু হলে প্রধান নির্বাচন কমিশনার এ ওয়াই মশিউজ্জামানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এম আমান উদ্দিন পেয়েছেন তিন হাজার ২২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ জে মোহাম্মদ আলী পেয়েছেন দুই হাজার ৪৪৩ ভোট। মাহবুব উদ্দিন খোকন পেয়েছেন তিন হাজার ৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুন নুর দুলাল পেয়েছেন দুই হাজার ৬৪৯ ভোট।

সহ সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিএনপির আব্দুল বাতেন (২৮৫৬ ভোট) ও আওয়ামী লীগের মো. জসিম উদ্দিন (২৮৪৯ ভোট)।

কোষাধ্যক্ষ পদে বিএনপির মো. ইমাম উদ্দিন (২৯৪৭ ভোট)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. সৈয়দ আলম টিপু পেয়েছেন ২৮৩০ ভোট।

সহ-সম্পাদক পদে জয়ী হয়েছেন আওয়ীমী লীগের কাজী শামছুল হাসান শুভ (২৭২৯ ভোট) এবং বিএনপির শরিফ ইউ আহমেদ (২৭২২ ভোট)।

সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের আফিফা আফরোজ, মো. শামিম সরদার ও চঞ্চল কুমার চোধুরী জী হয়েছেন। অন্যদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন কাজী আক্তার হোসেন, রাশিদা আলিম ঐশী, মো. ওসমান চৌধুরী এবং সৈয়দা শাহিন আরা লাইলী।

Bootstrap Image Preview