Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুশফিক,তামিমরা নিরাপদ জেনে স্বস্তি পেয়েছেন বিরাট কোহলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ০৭:৩০ PM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ০৭:৩০ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ডিনস ইভে দুটি মসজিদে  ভয়াবহ সন্ত্রাসী হামলার ৪৯ জনের মত মারা গিয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন বাংলাদেশের প্রায় সব ক্রিকেটার। তামিম, মাহমুদউল্লাহদের নিরাপদের খবর পেয়ে সারা বিশ্বের সকল শান্তিকামী মানুষের মত ভারতের ক্যাপ্টেন বিরাট কোহলিও স্বস্তি প্রকাশ করেছেন।

টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন এক টুইট বার্তায় লিখেছেন, 'আতংকজনক এবং হৃদবিদারক ঘটনা! ক্রাইস্টচার্চের কাপুরুষোচিত ঘটনার যারা শিকার হয়েছেন, তাদের জন্য প্রার্থনা। বাংলাদেশি ক্রিকেটারদের জন্য দুশ্চিন্তা ছিল। তবে তারা ভালো আছে জেনে স্বস্তি পেয়েছি। সবাই নিরাপদে থাক।'

এর আগে সন্ত্রাসী হামলার ঘটনা শুনে তামিম ইকবালের কাছে ফোন করে খোঁজ খবর নেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি। 

সন্ত্রাস বন্ধ করতে সকলকে একজোট হওয়ার আহ্বান জানিয়ে আফ্রিদি বলেছেন, 'ক্রাইস্টচার্চে ভয়াবহ ট্র্যাজিডি! আমি সব সময় নিউজিল্যান্ডকে সবচেয়ে নিরাপদ, শান্তিপূর্ণ দেশ হিসেবে জানি। ওখানকার মানুষ খুবই বন্ধুসুলভ। তামিমের সঙ্গে আমার কথা হয়েছে। বাংলাদেশ দল ও কোচিং স্টাফরা সবাই নিরাপদে আছে জেনে নিশ্চিন্ত হয়েছি। এসব থামাতে এখন সারা বিশ্বকে একত্রিত হতে হবে! এভাবে ঘৃণা ছড়ানো থামান! সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই। শোকসন্তপ্ত পরিবারের জন্য প্রার্থনা। আল্লাহ নিহতদের শান্তি দান করুন।'

Bootstrap Image Preview