Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীর নির্দেশে শিগ্রই সুনামগঞ্জ-নেত্রকোনা হাওরাঞ্চলে ফ্লাইওভার নির্মাণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ০৬:০৩ PM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ০৬:০৩ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


সংস্কৃতি প্রতিটি দেশের নিজস্ব পরিচয় বহন করে। আমাদের নিজস্ব সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। বাঙালি সংস্কৃতি আজ সারাবিশ্বে সমাদৃত। বিশেষ করে এদেশের হাওর জনপদের সংস্কৃতি বাঙালির চেতনাকে সমৃদ্ধ করেছে। শিল্প সাহিত্যে হাওর সংস্কৃতির বিকাশ ঘটেছে ব্যাপকভাবে।

মন্ত্রী শুক্রবার সকালে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শ নগর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে বাউল সাধক উকিল মুন্সি স্মরণে বাউল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, বাঙালিরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, তাদের নিজস্ব সংস্কৃতি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে। নিজস্ব সংস্কৃতির বিকাশ এবং লালনের জন্য দেশের যেখানে যা করা প্রয়োজন, সরকার তা করতে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর জনপদের সাধারণ মানুষের দুঃখ-কষ্ট উপলব্ধি করে এ অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে নানামুখী কাজ করছেন। তার নির্দেশেই সুনামগঞ্জ-নেত্রকোনা হাওর এলাকায় ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। বর্তমান সরকারের সময়েই তা বাস্তবায়ন করা হবে।

মন্ত্রী বলেন, নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জের হাওরাঞ্চল হচ্ছে বোরো ধান উৎপাদনের ভাণ্ডার। আমরা চাইলেই এখানে একটি এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট (এটিআই) স্থাপন করতে পারি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে বাউল উৎসবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য রেবেকা মমিন।

প্রধান আলোচক ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈন উল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী ও শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জীবন কৃষ্ণ সরকার।

Bootstrap Image Preview