Bootstrap Image Preview
ঢাকা, ২৭ বুধবার, মার্চ ২০১৯ | ১২ চৈত্র ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

যে নারীর সতর্কবার্তায় প্রাণে বেঁচে যান তামিম ও মুশফিকরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ০৬:০০ PM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ০৬:০০ PM

bdmorning Image Preview


ক্রাইস্টচার্চের ডিনস ইভে একটি মসজিদে সন্ত্রাসী হামলা হয়েছে। সেই মসজিদে হামলার ৩-৪ মিনিট আগে জুম্মার নামাজ পড়তে যাচ্ছিলেন তামিম ও মাহমুদউল্লাহরা।কিন্তু অজ্ঞাত এক নারীর সতর্কবার্তায় তাঁরা মসজিদে না ঢুকে বাসে ফেরত আসেন।

ক্রাইস্টচার্চের হাগলি ওভাল স্টেডিয়ামের পাশেই মসজিদ। অনুশীলন করার পর জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন তামিম ইকবাল, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলামরা।

ঠিক মসজিদে ঢোকার আগমুহূর্তে অজ্ঞাত এক নারী এসে তামিমদের সতর্ক করে জানান, মসজিদের ভেতরে গোলাগুলি হচ্ছে, এখন ভেতরে যাওয়া ঠিক হবে না। মহিলার এই সতর্কবার্তা শুনে বাংলাদেশ দলের খেলোয়াড়রা তড়িঘড়ি করে টিম বাসের মধ্যে ঢুকে যায় এবং বাসের মেঝেতে শুয়ে পড়ে। এর কিছুক্ষণ পরে ঘটনাস্থলে থাকা নিরাপদ হবে না ভেবে তামিম-মিরাজরা বাস থেকে বেরিয়ে হাগলি পার্ক দিয়ে চলে যান ক্রাইস্টচার্চের হাগলি ওভাল স্টেডিয়ামের ড্রেসিংরুমে।

সেখানে দীর্ঘ সময় আশ্রয় নেওয়ার পর টিম হোটেলে ফিরে আসেন মুশফিকরা। সব কিছু ঠিক থাকলে আগামীকাল সিরিজের শেষ টেস্ট না খেলেই নিউজিল্যান্ড সময় দুপুর ১২টার ফ্লাইটে দেশে ফিরে আসবেন টাইগারদের দলের সকল খেলোয়াড়। 

Bootstrap Image Preview