Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপি-জামায়াতের মতো এরশাদও স্বাধীনতাবিরোধী শক্তিকে আশ্রয় দিয়েছিলেন : নাসিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ০২:৫১ PM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ০২:৫৬ PM

bdmorning Image Preview


একাত্তর পরবর্তী সময়ে বিএনপি-জামায়াতের মতো হুসেইন মুহাম্মদ এরশাদও স্বাধীনতার বিরোধীতাকারী সাম্প্রদায়িক শক্তিকে আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন ১৪দলের সমন্বয়ক ও মুখপাত্র মোহাম্মদ নাসিম।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে শামিম আহমেদ রচিত শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

এরশাদ প্রসঙ্গে আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ এই পাপের (স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক শক্তির লালন) বাইরে নন। ক্ষমতায় থাকতে তিনিও একাত্তরের ঘাতক ও পঁচাত্তরের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন।

সঙ্গে যোগ করে তি‌নি ব‌লেন, সাম্প্রদায়িক শক্তি যখন আমাদের এই স্বাধীন বাংলাদেশকে গ্রাস করছিল তখন শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে বাংলাদেশকে আমরা আবার ফিরে পেয়েছি। মনে রাখতে হবে ওই সাম্প্রদায়িক শক্তিকে আর কখনো ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।

ভুল হলে আওয়ামী লীগের সমালোচনা এমনকি সরকারের সমালোচনা করতে বাধা নেই মন্তব্য করে নাসিম বলেন, আওয়ামী লীগের সমালোচনা করেন, সরকারের সমালোচনা করেন; কোন সমস্যা নেই।কিন্তু ওই সাম্প্রদায়িক শক্তিকে সহযোগিতা করার অর্থ হলো একাত্তরে যারা আমাদের স্বাধীনতাকে হত্যা করার চেষ্টা করেছিলো, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিলো তাদেরকে সহায়তা করা। এই অপশক্তিকে বারবার বিএনপি জামায়াত গোষ্ঠী সহায়তা করেছে বলে এসময় অভিযোগ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আজ এই পরিণতি কেন? প্রশ্ন রেখে সরকারের সাবেক এ মন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ তাদের (বিএনপি) পাপ ভুলতে পারেনি। সেই পাপের ফল খালেদা জিয়া ভোগ করছেন। আমরা চাই না কোন রাজনৈতিক নেতা জেল খাটুক। তারপরও বলতে বাধ্য হচ্ছি বিএনপি অতীতে যে পাপ করেছে তার ফল হিসেবেই খালেদা জিয়া এখন জেলে।

Bootstrap Image Preview