Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিরাপদে থাকায় জিমি নিশাম, অশ্বিনসহ ক্রিকেট বিশ্বের স্বস্থি প্রকাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ০২:২৯ PM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ০২:২৯ PM

bdmorning Image Preview


ক্রাইস্টচার্চের মসজিদ আল-নূরে জুমার নামাজ পড়তে গিয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আপাতত ক্রিকেটারা নিরপদে থাকার বিষয়ে স্বস্থি ও সমবেদনা ও শঙ্কা প্রকাশ করেছেন ক্রিকেট বিশ্ব।

ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের কাছেই এক মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় ৪০ জন নিহত হয়েছেন। একই মসজিদে জুম্মার নামাজ আদায়ের জন্য যাচ্ছিলেন তামিম ও মুশিফিকরা। কবে নির্ধারীত সময় অপেক্ষা ১০ মিনিট দেরিতে পৌঁছানোয় কোনর রকম আঘাত ছাড়াই নিরেপাদ হোটেলে ফিরত পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটাররা।ভয়াবহ এই ঘটনায় আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রীড়াঙ্গনের বেশ কিছু তারকা সমবেদনা ও শঙ্কা প্রকাশ করেছেন।

নিউজিল্যান্ড ক্রিকেট দলের অলরাউন্ডার জিমি নিশামের টুইট, ‘অনেক দিন থেকেই নানা ঘটনা দূর থেকে দেখে ভেবেছি, বিশ্বের এই কোণে আমরা একটু আলাদা, একটু নিরাপদ। আজকের দিনটা ভয়াবহ। ভীতিকর এবং দুঃখজনক।’

নিউজিল্যান্ড রাগবির মুসলিম তারকা খেলোয়াড় সনি বিল উইলিয়ামস টুইটারে এক ভিডিওবার্তায় বলেন, ‘খবরটা শুনে ভাষাহীন হয়ে পড়েছি। শুনেছি প্রায় ৩০ জনের মতো নিহত হয়েছে। হতাহতের পরিবারের প্রতি দোয়া রইল। ইনশা আল্লাহ তোমরা সবাই স্বর্গে থাকবে এবং খুব দুঃখ লাগছে যে এটি নিউজিল্যান্ডে ঘটল।’


ভারতীয় ক্রিকেট দলের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের টুইট, ‘মানবতার জন্য পৃথিবীর কোনো জায়গাই এখন আর নিরাপদ না। কারণ মানুষ-ই এই গ্রহের সবচেয়ে বড় শত্রু।’

শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসের টুইট, ‘নিউজিল্যান্ডে হত্যাকাণ্ডের খবর শুনে স্তব্ধ হয়ে পড়েছি। হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট দল নিরাপদে আছে জেনে স্বস্তি লাগছে।’


ভারতের ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হর্শা ভোগলে টুইট করেন, ‘নিউজিল্যান্ডে যখন আপনাকে সরাসরি গুলি থেকে বাঁচতে হয় তখন বুঝে নেবেন পৃথিবীটা মোটেও ভালো জায়গা নয়। বাংলাদেশ দল নিরাপদ আছে জেনে স্বস্তি লাগছে।’

Bootstrap Image Preview