Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কেউ যদি অত্যাচারী শাসক দেখতে চায়, সে যেন নেতানিয়াহুকে দেখে: এরদোগান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ১১:৫৯ AM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ১১:৫৯ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, পৃথিবীতে যদি একজন জালেম থাকে, তবে সেটি হচ্ছে ইসরাইলের প্রধামন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। কেউ যদি অত্যাচারী শাসক দেখতে চায়, তাহলে সে যেন নেতানিয়াহুকে দেখে নেয়।

বৃহস্পতিবার এক নির্বাচনী সমাবেশে এরদোগান বলেন, ইসরাইলি বাহিনী আন্তর্জাতিক মিডিয়ার উপস্থিতিতেও ফিলিস্তিনিদের ওপর যে নির্যাতন চালাচ্ছে তা গোপন কোনো বিষয় নয়।

শিশুদের ওপর ইসরাইলী নির্মমতা বিশ্ব বিবেককে কাপিয়ে তোলে। শিশুদের ওপর এমন অমানবিক নির্যাতন কার নির্দেশে হয়?

তুর্কি প্রেসিডেন্ট বলেন, নেতানিয়াহুর মানসিকতাই হলো শিশু নিপীড়ন। অথচ সে বলছে আমি নাকি তুরস্কে সাংবাদিকদের মুখ বন্ধ করে রেখেছি। তুরস্কের কারাগারগুলোতে নাকি অনেক সাংবাদিক বন্দি। আসলে আগামী নির্বাচনে ভোট বাড়াতেই নেতানিয়াহু আমাকে সমালোচনার লক্ষ্যবস্তু বানিয়েছে।

গত মঙ্গলবার টুইটারে এরদোগানকে ‘স্বৈরশাসক’ অবিহিত করে নেতানিয়াহুর দেয়া পোস্টের প্রতিক্রিয়ায় এরদোগান বলেন, ‘আমরা সামাজিক মাধ্যমে মিথ্যাচারকারীদের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না।’

ইসরাইলি বাহিনী আল আকসার অসম্মান করছে অভিযোগ করে এরদোগান বলেন, নেতানিয়াহু, আমাদের পবিত্র মসজিদে তোমার সৈন্যরা ময়লা জুতা পায়ে ঢুকে যায়। এটি আমাদের কলিজায় আঘাত লাগে। আমাদের সেজদায় জায়গায় তোমাদের পায়ের আঘাতের প্রতিশোধ আমরা নেবোই।

সিসি সরকার কর্তৃক মিসরে ইখওয়ানুল মুসলিমীনের ৯ সদস্যকে ফাঁসির সমালোচনা করে এরদোগান বলেন, এ ৯ জনের মর্মান্তিক মৃত্যু আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। মিসরের পুতুল সরকার অন্যায়ভাবে ৯ জন যুবকের মৃত্যুর আদেশ দিয়েছে। অথচ পশ্চিমা বিশ্ব এ অন্যায়ের কোনো প্রতিবাদ করেনি।

সূত্র: টিআরটি উর্দু

Bootstrap Image Preview