Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারীর ছবি প্রকাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ১১:৫৭ AM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ১১:৫৯ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে যে ব্যক্তি হামলা চালিয়ে কমপক্ষে ২৭ জন ব্যক্তিকে হত্যা করেছেন তার ছবি প্রকাশ পেয়েছে।

নিউজিল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার দুপুরে ওই মসজিদে হামলা চালান তিনি।

বন্দুক নিয়ে মসজিদে প্রবেশ করে ওই ব্যক্তি গুলি চালাতে শুরু করেন। এতে তিন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন।

মসজিদের হামলার এ ঘটনায় একটি ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি হামলাকারী নিজেই করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, মসজিদের বিভিন্ন প্রান্তে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এক কোনায় প্রায় ১৫টি মৃতদেহ স্তূপ হয়ে রয়েছে। হামলাকারী তাদের কাছে গিয়ে মৃতদেহের ওপর গুলি চালাচ্ছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এদের মধ্যে একজন নারী এবং তিনজন পুরুষ। স্থানীয় পুলিশ কমিশনার এ তথ্য নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview