Bootstrap Image Preview
ঢাকা, ২৫ শনিবার, মে ২০১৯ | ১১ জ্যৈষ্ঠ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

দলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বিসিবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ১১:১৬ AM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ১১:১৬ AM

bdmorning Image Preview


ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ঘটনায় বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে কাজ করছে আতঙ্ক, সবার মধ্যেই দেখা যাচ্ছে ভয়ের ছাপ। ক্রিকেটাররা চাচ্ছেন যত দ্রুত সম্ভব নিউজিল্যান্ড ত্যাগ করে বাংলাদেশে ফিরে আসতে।

বসে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। দলের সঙ্গে উপস্থিত ম্যানেজার খালেদ মাসুদ পাইলট যোগাযোগ করে যাচ্ছেন বাংলাদেশ। দলের খেলোয়াড়দের নিয়ে তিনি অবস্থান করছেন টিম হোটেলে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক এক টুইট বার্তায় বলা হয়েছে, ‘নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বাংলাদেশ দলের ক্রিকেট দলের সদস্যরা সবাই টিম হোটেলে ফিরেছে। সবাই নিরাপদে আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সার্বক্ষণিকভাবে দলের খেলোয়াড় এবং ম্যানেজম্যান্টের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে।’

এদিকে নিউজিল্যান্ডের বর্তমান দলের নয়জন সদস্যই থাকেন ক্রাইস্টচার্চে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে তারা যেনো পরিবারের সঙ্গে বাসার মধ্যেই থাকেন।

এদিকে শনিবার (১৬ মার্চ) হতে যাওয়া বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চলতি সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি সমঝোতার ভিত্তিতে বাতিল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ (শুক্রবার) স্থানীয় সময় দুপুরে ক্রাইস্টচার্চে মসজিদ আল নুরে হামলার ঘটনাকে কেন্দ্র করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Bootstrap Image Preview