Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কিউইদের বিপক্ষে তৃতীয় টেস্ট বাতিল ঘোষণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ১১:১৫ AM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ১১:১৫ AM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদ আল নূর জাম্বারে বন্দুকধারীদের হামলার ঘটনায় শনিবার কিউইদের বিপক্ষে ‍তৃতীয় টেস্ট ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়েছে। দেই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবে ক্রিকেটাররা দেশে ফিরবেন এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

শুক্রবার হেগলি স্টেডিয়ামের প্রেস কনফারেন্স করে এ ঘোষণা দেন  বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট। তিনি বলেন,  'নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা। আমরা শনিবারের ম্যাচটি বাতিল করেছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিদের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্তে উপনীত হয়েছি আমরা। কারণ এমতাবস্থায় ক্রিকেট খেলার কোনো পরিবেশ নেই।'

হামলার ঘটনার ম্যাচটি চলবে কিনা এ নিয়ে দোটানায় ছিল উভয় বোর্ড। শেষ পর্যন্ত কিউই ও বাংলাদেশের খেলোয়াড়রা ম্যাচটি নিয়ে আপত্তি প্রকাশ করা ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। 

ইতোমধ্যে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুইটিতে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। ম্যাচ বাতিল হওয়ায় বাংলাদেশ দলের সদস্যরা কবে দেশে ফিরবেন সে ব্যাপারে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

উল্লেখ্য, শুক্রবার স্থানীয় সময় দুপুর পৌনে ২টায় অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত একজন টরেন্টসহ আরো একজন এ হামলা করে। হামলায় ২৭ জন নিহতের দাবী করেছে স্থানীয় গণমাধ্যম ওটোগো।

Bootstrap Image Preview