Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নীলফামারীতে আন্তঃজেলা মহিলা কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ০৯:৫৫ AM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ০৯:৫৫ AM

bdmorning Image Preview


নীলফামারীতে আন্তঃজেলা মহিলা কাবাডি'র উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে নীলফামারীর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এর উদ্বোধন করেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।

নীলফামারীর পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মুহাম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে এ সময় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, নীলফামারী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।

উদ্বোধনী খেলায় দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা মহিলা কাবাডি দল ৪৭-৪৫ পয়েন্টের ব্যবধানে গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা মহিলা কাবাডি দলকে পরাজিত করেন।

প্রতিযোগিতায় রংপুর ও রাজশাহী বিভাগের আটটি দল অংশ নিচ্ছে। ফাইনাল খেলা আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। জোন পর্যায়ে অনুষ্ঠিত দুই গ্রুপে অংশগ্রহণকারী দলগুলো হলো ‘ক’ গ্রুপে রাজশাহী, রংপুর, দিনাজপুর ও গাইবান্ধা এবং ‘খ’ গ্রুপে বগুড়া, সিরাজগঞ্জ, পঞ্চগড় ও নীলফামারী দল রয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

Bootstrap Image Preview