Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০১৯ | ৬ জ্যৈষ্ঠ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

ভারতে রেলওয়ে স্টেশনে ফুট ওভারব্রিজ ধসে নিহত ৩, আহত ৩৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ১০:২০ PM
আপডেট: ১৪ মার্চ ২০১৯, ১০:২০ PM

bdmorning Image Preview


ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলওয়ে স্টেশনের বাইরে একটি ফুট ওভারব্রিজ ধসে পড়ে কমপক্ষে তিনজন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। নিহতরা হলেন অপুর্ব প্রভু, রনজনা তাম্বে এবং শিরাজ খান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আরেকটি ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ওভারব্রিজটির মেরামতের কাজ মাত্র আজ সকালেই শেষ হয়। তবু মানুষ এটা ব্যবহার করছিল। এটি ধসে পড়ার পর শহরটিতে যান চলাচল হয়ে যায়।

ট্র্যাফিক পুলিশের জয়েন্ট কমিশনার অমিতেশ কুমার ফোনে গণমাধ্যমটিকে বলেন, আমরা এলাকাটিতে ভিড় কমানোর চেষ্টা করছি যেন দ্রুত ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সগুলো পৌঁছাতে পারে। এখন আমি শুধু এটুকুই বলতে পারবো।

ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় লোকসভার সদস্য অরবিন্দ সাওয়ান্ত। এছাড়া আছে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা। ফায়ার ব্রিগেডের কর্মীরা ধ্বংসাবশেষ সরাতে ব্যস্ত আছেন। এদিকে জেসিবি মেশিনও আনা হয়েছে ঘটনাস্থলে।

Bootstrap Image Preview