Bootstrap Image Preview
ঢাকা, ২৫ শনিবার, মে ২০১৯ | ১১ জ্যৈষ্ঠ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

অবস্থা সংকটপন্ন, লাইফ সাপোর্টে বিএনপির ভাইস চেয়ারম্যান আমিনুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ০৮:৫৬ PM
আপডেট: ১৪ মার্চ ২০১৯, ০৮:৫৬ PM

bdmorning Image Preview


বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের অবস্থা সংকটপন্ন। তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় এনে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে।

সাবেক এই মন্ত্রীর পরিবারের সদস্যরা জানান, লিভার ক্যান্সারে আক্রান্ত ব্যারিস্টার আমিনুল সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ডক্টরস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ব্যারিস্টার আমিনুল হকের শারীরিক অবস্থা ভালো নয়। আইসিইউতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’

এদিকে দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম হাসপাতালে ব্যারিস্টার আমিনুল হককে দেখতে যান। তিনি চিকিৎসকদের কাছে তার সর্বশেষ অবস্থার খোঁজ-খবর নেন।

জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে পরপর পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন ব্যারিস্টার আমিনুল। তিনি চারদলীয় জোট সরকারের আমলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন। তার আশু রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

Bootstrap Image Preview