Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেবীগঞ্জে বিআরডিবি'র ইউসিসিএ কর্মচারীদের কর্মবিরতি

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ০৩:১৯ PM
আপডেট: ১৪ মার্চ ২০১৯, ০৩:২৭ PM

bdmorning Image Preview


বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতাভুক্ত ইউসিসিএ কর্মচারীদের চাকরি রাজস্ব বাজেটে স্থানান্তর করার দাবিতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কালো ব্যাজ ধারণ ও অর্ধদিবস কর্মবিরতি পালন করা হচ্ছে। 

জানা যায়, গত ১০ মার্চ থেকে এ কালোব্যাচ ও কর্মবিরতি পালন করছে তারা। যা চলবে আগামীকাল ১৫মার্চ পর্যন্ত।

দেবীগঞ্জ ইউসিসিএ কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ রাসেল জানান, বিআরডিবির ৪৪ তম বোর্ড সভায় মাননীয় মন্ত্রীর সভাপতিত্বে বিআরডিবির মহাপরিচালক কে সভাপতি করে ৭ সদস্য বিশিষ্ট কমিটির রাজস্ব করণের সুপারিশের প্রেক্ষিতে ১১/০৪/২০১২ ইং সালের মন্ত্রনালয়ের এক জরুরী সভায় বিআরডিবিভুক্ত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির কর্মচারীদের চাকুরি  রাজস্ব বাজেটে স্থানান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়।

আমরা উক্ত সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এ সময় দেবীগঞ্জ বিআরডিবির সকল কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview