Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জুয়া ঠেকাতে যুব সমাজের হাতে লাঠি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০২:৩৪ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ০২:৩৪ PM

bdmorning Image Preview


গাজীপুরের কালীগঞ্জে জুয়া খেলা ঠেকাতে লাঠি হাতে তুলে নিয়েছে স্থানীয় যুব সমাজ।

মঙ্গলবার (১২ মার্চ) রাতে উপজেলার তুমলিয়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ডেও টিওরী গ্রামে এমনই চিত্র চোখে পড়ে। স্থানীয় যুব সমাজের অভিযোগ দীর্ঘদিন মৌখিকভাবে বলার পরেও জুয়ার সাথে জড়িতরা বিষয়টি থেকে সড়ে দাঁড়ায়নি। এ কারণে তারা নিজেরাই হাতে লাঠি তুলে নেন। তাদের উদ্দেশ্য গ্রামে সুস্থ পরিবেশ বিরাজ করুক।

টিওরী গ্রামের বাসিন্দা রিয়াজুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবৎ ওই গ্রামের কিছু বিপথগামী একটি চক্র প্রতিদিন কোন কাজ কর্ম না করে রাত-দিন জুয়া খেলায় মত্ত থাকে। এতে একদিকে তাদের পরিবারে যেমন বিশৃঙ্খলা দেখা দিচ্ছে তেমনি তাদের পরিবারগুলোর কারণে সমাজেও বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। আবার এলাকায় বিভিন্ন বাড়ী-ঘরে চুরির ঘটনাও ঘটছে। ধারণা করা হচ্ছে কাজ কর্মবিহীন লোকগুলোই তাদের জুয়ার টাকার জোগান দিতে চুরির ঘটনাগুলো সংঘঠিত করছে। 

৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আজাহার উদ্দিন জানান, বিষয়টি আমার জানা নাই। তবে আমি আপনার মত শুনেছি। দেখি খোঁজ-খবর নেই। তারপর থানা পুলিশকে সাথে নিয়েই জুয়ারোদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া জানান, এ ব্যাপারে ওই এলাকার জনপ্রতিনিধি বা গ্রামবাসী কেউই আমাদের কাছে কোন অভিযোগ করেনি। তবে বিষয়টি সেহেতু আপনার মাধ্যমে জানতে পারলাম আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। প্রয়োজনে আমরা স্থানীয় যুব সমাজকে সাথে নিয়ে কাজ করব। তবে কোন অঘটন ঘটুুক তা কাম্য নয়। 

Bootstrap Image Preview