Bootstrap Image Preview
ঢাকা, ২৫ শনিবার, মে ২০১৯ | ১১ জ্যৈষ্ঠ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

মান্দায় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুলতান আহমেদ, মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ১১:৪৪ AM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ১১:৪৮ AM

bdmorning Image Preview


নওগাঁর মান্দায় ৫ম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে মান্দা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম হাবিবুল হাসানের সঞ্চালনায় এবং মান্দা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ইকবাল হোসেন (পিপিএম), রাজশাহীর আঞ্চলিক নির্বাচন অফিসার ফরিদুল ইসলাম, জেলা রিটানিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক, মান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোছফফর হোসেন।

এসময় আসন্ন উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও ভোটারদের সাথে আলোচনা করা হয়।

Bootstrap Image Preview