Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে ৪ দিনব্যাপী রিহ্যাব মেলা শুরু বৃহস্পতিবার

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ১১:২৭ AM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ১১:৩০ AM

bdmorning Image Preview


রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ-রিহ্যাবের আয়োজনে চার দিনব্যাপী আবাসন মেলা ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০১৯’ শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৪ মার্চ)। এবারের মেলায় ৭৬ টি স্টল থাকছে। এর মধ্যে সাতটি নির্মাণ সামগ্রী ও ১১ টি আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে।

মেলাটি হবে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীরা মেলায় যেতে পারবেন।

মেলায় প্রবেশের জন্য দুই ধরনের টিকিটের ব্যবস্থা থাকবে। একবার প্রবেশের জন্য ৫০ টাকার টিকিটের পাশাপাশি ৪ বার প্রবেশের জন্য মাল্টিপল টিকিট থাকবে ১০০ টাকায়। প্রতিদিন প্রবেশ টিকিটের ওপর  র‌্যাফেল ড্রতে থাকবে আকর্ষণীয় উপহার

মঙ্গলবার (১২ মার্চ) চিটাগাং ক্লাব মিলনায়তনে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন, পরিচালক মো. শাকিল কামাল চৌধুরী, ইঞ্জিনিয়ার মো. দিদারুল হক চৌধুরী, মাহবুব সোবহান জামাল চৌধুরী প্রমূখ।

উল্লেখ্য, মেলায় প্রবেশের জন্য দুই ধরনের টিকিটের ব্যবস্থা থাকবে। একবার প্রবেশের জন্য ৫০ টাকার টিকিটের পাশাপাশি ৪ বার প্রবেশের জন্য মাল্টিপল টিকিট থাকবে ১০০ টাকায়। প্রতিদিন প্রবেশ টিকিটের ওপর  র‌্যাফেল ড্রতে থাকবে আকর্ষণীয় উপহার।

আবদুল কৈয়ূম চৌধুরী বলেন, ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিবছর আবাসন মেলার আয়োজন করে রিহ্যাব। চট্টগ্রামে এবার ১২ তম আয়োজন।

তিনি আরও বলেন, মেলা উপলক্ষে ১৩ মার্চ সকালে এমএ আজিজ স্টেডিয়াম চত্বর থেকে সাইকেল র‌্যালি বের করা হবে। ১৫ মার্চ সকালে শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী।

এছাড়া ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কেক কাটা হবে। অনুষ্ঠানে সিটি মেয়র আজম নাছির উদ্দীন ও পুলিশ কমিশনার মাহাবুবর রহমান উপস্থিত থাকবেন। ওইদিন ৬৩ জন পথশিশুর জন্য এক মাসের খাবারের ব্যবস্থা করা হবে বলে আবদুল কৈয়ূম চৌধুরী জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি আলমগীর শামসুল আলামিন, সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন, চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য ও প্রেস অ্যান্ড মিডিয়া কমিটির আহ্বায়ক আবদুল গাফফার মিয়াজী প্রমূখ।

Bootstrap Image Preview