Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জামালপুরে প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেড দেওয়ার দাবিতে মানববন্ধন 

এহসান তালুকদার, জামালপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ০৩:৩০ PM
আপডেট: ১২ মার্চ ২০১৯, ০৩:৩০ PM

bdmorning Image Preview


জামালপুরে প্রাথমিক শিক্ষকদের প্রধান শিক্ষকের পরের ১১তম গ্রেড দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) জামালপুর শহরের পিটিআই ট্রেনিং ইনস্টিটিউট এর প্রশিক্ষণরত শিক্ষকদের আয়োজনে ইনস্টিটিউট এর সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ রাসেল শাহাদাত, খুরশিদা পারভীন, ইসরুল কায়ছারসহ আরো অনেকে। 

এ সময় বক্তারা প্রাথমিক শিক্ষকদের বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের পরে আর কোন সহকারী প্রধান শিক্ষক এর পদ না রেখে সরাসরি ১১তম গ্রেড প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের দাবিটি মেনে নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানাচ্ছি। যদি আমাদের দাবিটি মেনে নেয়া না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো বলে ঘোষণা দেন। 


 

Bootstrap Image Preview