Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কালীগঞ্জে ভোটগ্রহণকারীদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

সোহেল আহমেদ খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ০৩:০৭ PM
আপডেট: ১২ মার্চ ২০১৯, ০৩:০৭ PM

bdmorning Image Preview


গাজীপুরের কালীগঞ্জে ভোটগ্রহণকারীদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) সকাল থেকে উপজেলার বালীগাঁও উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

পঞ্চম উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউট (ইটিআই) ও নিকস’র সহযোগীতায় জেলার কালীগঞ্জ উপজেলার ৯০টি ভোটকেন্দ্রের ৯০ জন প্রিজাইডিং, ৫৩৮ জন সহকারী প্রিজাইডিং ও ১০৭৬ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করা হয়।     

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. শিবলী সাদিকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা নির্বাচন অফিসার মো. তারিফুজ্জামান, কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত, কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নূর প্রমুখ।

উল্লেখ্য, তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ আ'লীগ মনোনীত মো. মোয়াজ্জেম হোসেন পলাশ ও  ভাইস চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী এ্যাড. মাকসুদুল আলম খান মাসুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এখন শুধু মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শর্মিলা রোজারিও (ফুটবল) এবং শর্মিলী দাস মিলি (কলস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।    

 


 

Bootstrap Image Preview