Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেঞ্চুগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে লড়বে মুরাদ-রুমান

আব্দুল্লাহ আল নোমান, ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ১১:০৯ AM
আপডেট: ১২ মার্চ ২০১৯, ১১:১৬ AM

bdmorning Image Preview


ফেঞ্চুগঞ্জে আগামী ১৮ মার্চ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী থাকলেও মূল লড়াই হবে সাবেক ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ ও বর্তমান ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমানের।

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে গণসংযোগে ব্যস্ততায় দিন কাটাচ্ছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। নিজেকে বিজয়ী করতে নানা প্রতিশ্রুতি ভোটারদের তারা দিয়ে যাচ্ছেন।

সাবেক সদর ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, হয়ে যাওয়া ফেঞ্চুগঞ্জের ইউপি নির্বাচনে পরাজিত হলেও এবার উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। উনার তালা প্রতীকে ভোট চেয়ে ভোটারদের দ্বারে গিয়ে ব্যাপকভাবে সাড়াও পাচ্ছেন।

দলমত নির্বিশেষে সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে বেশ পরিচিত এই জাহিরুল ইসলাম মুরাদ। গেলো ইউপি নির্বাচনে মৎস্যজীবী সম্প্রদায় ঐক্যবদ্ধ হওয়ায় উনি চেয়ারম্যান পদ থেকে বঞ্চিত হন। তবে এবার উপজেলা নির্বাচনে মৎস্যজীবী সম্প্রদায়ে কোন প্রার্থী না থাকায় মৎস্যজীবীদের সিংহভাগ ভোট পড়বে মুরাদের বাক্সে এমনটাই মনে করছেন অনেকেই।

তবে পিছিয়ে নেই টিয়াপাখি প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমান। তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ভোটারদের মাঝে গিয়ে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। অসমাপ্ত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে পুনরায় ভোট দিতেও ভোটারদের বলছেন রুমান। বর্তমান ভাইস চেয়ারম্যান থাকায় যুবসমাজের কাছে বেশ জনপ্রিয় ব্যক্তি শহিদুর রহমান রুমান। তবে চেয়ারম্যান থাকায় তার পক্ষে যেমনি জনমত রয়েছে বিপক্ষেও রয়েছে।

জাহিরুল ইসলাম মুরাদ ও শহিদুর রহমান রুমান এই দুইজন প্রার্থীকে নিয়ে এখন ভোটাররা বিচার বিশ্লেষণ করছেন।

ফেঞ্চুগঞ্জের অন্যান্য ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আব্দুল খালিক রুহিল শাহ (বই), বখতিয়ার হোসেন রয়ন (চশমা), মো. সাহাদ মিয়া (টিউবওয়েল), মনিরুল ইসলাম টিটু (উড়োজাহাজ)।

Bootstrap Image Preview