Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অস্ত্রসহ আটকের পর হত্যার স্বীকারোক্তি দিল যুবক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ০৭:৪৯ PM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ০৭:৪৯ PM

bdmorning Image Preview


সাভারের আশুলিয়া থেকে ফিরোজ আলম বাপ্পী (২৮) নামের এক যুবককে অস্ত্র, গুলি, ইয়াবা ও গান পাউডারসহ আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার।

এর আগে রবিবার দিবাগত রাত সাড়ে আটার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বাপ্পী সাতক্ষীরা জেলার দেওহাটা থানাধীন পারুলিয়া গ্রামের মৃত রমজান আলীর মোল্লার ছেলে। বর্তমানে সে আশুলিয়ার পূর্ব ভাদাইলে আজাদের বাড়িতে ভাড়া থাকতো।

আবুল বাশার জানান, বাপ্পীর কাছ থেকে পাওয়া আধুনিক লকার থেকে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, দুই হাজার পিস ইয়াবা ও ৫শ' ৫০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়- যা দিয়ে শক্তিশালী বোমা তৈরি করা সম্ভব।

ওই ডিবি কর্মকর্তা জানান, এ ছাড়া তার পাসপোর্টটিও পাওয়া যায়। হয়তো সে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া পায়তারা করছিল। সে আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল।

তিনি আরও বলেন, গত ১৫ ফেব্রুয়ারি রাতে আশুলিয়া জামগড়ায় ছিনতাইয়ে বাঁধা দিতে গেলে পোশাক শ্রমিককে গুলি করে হত্যা করে বাপ্পী ও তার সহযোগিরা। সে ঘটনা সূত্রে ধরে বাপ্পী আটক করা হয়। আটকের পর জিজ্ঞেসাবাদে হত্যার কথা স্বীকার করে। তার বাকী সহযোগিদের আটকের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে বিভিন্ন আরও মামলা ও অপরাধের অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি রাতে জামগড়া এলাকায় রাসেল খান (৩৩) নামে এক পোশাক শ্রমিককে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতাল নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতের পরিবার বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

Bootstrap Image Preview