Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুড়িগ্রামে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে দু'টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

মনিরুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ১০:০৮ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ১০:০৮ PM

bdmorning Image Preview


কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে দুইটি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। কেন্দ্র দু'টি হলো কুটিনাওডাঙ্গা ফোরকানিয়া এবতেদায়ী মাদ্রাসা ও পূর্ব পায়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। কেন্দ্র দুইটির ভোটার সংখ্যা ৩ হাজার ৩৫ ও ১ হাজার ৮৮০ জন। উপজেলা নির্বাচন অফিস এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, রবিবার (১০ মার্চ) সকালে নাগেশ্বরী উপজেলার ১৩৫ ভোটকেন্দ্রে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হয়।

এর মধ্যে সকাল পৌনে ১১টায় কয়েকজন বহিরাহত ব্যাক্তি সন্তোষপুর ইউনিয়নের কুটিনাওডাঙ্গা ফোরকানিয়া এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রের ৯নং বুথে প্রবেশ করে সহকারি প্রিজাইডিং অফিসার আস্করনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরার নিকট জোরপূর্বক মহিলা ভাইস চেয়ারম্যানের ১০টি ব্যালট ছিনতাই করে নেয়। এতে উত্তেজনা সৃষ্টি হলে তারা পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত উপজেলা বিএনপি'র সভাপতি ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকের গোলাম রসুল রাজা ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মহিবুল হক খোকন উপস্থিত ছিলেন। এ ঘটনায় তারা প্রিজাইডিং অফিসারের নিকট ভোট বন্ধের দাবি জানান।

এ বিষয়ে ওই বুথের সহকারি প্রিজাইডিং অফিসার জেসমিন আরা জানান, বুথটি অরক্ষিত ছিল। এ সুযোগে কয়েকজন যুবক জোরপূর্বক ব্যালট ছিনিয়ে নেয়।

প্রিজাইডিং অফিসার, উপজেলা বন কর্মকর্তা সাদিকুর রহমান শাহীন জানান, তাদের অভিযোগের ভিত্তিতে ভারপ্রাপ্ত ইউএনও, সহকারি ভূমি কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা আল ইমরান ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে তাদের নির্দেশে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে।

অন্যদিকে, প্রায় একই রকম অভিযোগে দুপুর সোয়া ১টায় পূর্ব পায়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাচন অফিসার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল হক।

এদিকে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় কুড়িগ্রাম সদর উপজেলায় ৩টি উলিপুর উপজেলায় ৩টি, চিলমারী উপজেলায় ১টি, রৌমারী উপজেলায় ১টি নাগেশ্বরী উপজেলায় ২টি কেন্দ্রসহ মোট ১০টি কেন্দ্রে ভোট স্থগিত করেছে স্থানীয় প্রশাসন। 

 

Bootstrap Image Preview