Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ৮ হাজার ২১৬ কোটি টাকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৯:০৬ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৯:২৯ PM

bdmorning Image Preview


চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বরে) গতবছরের একই সময়ের চেয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ প্রায় ১ বিলিন মার্কিন ডলার (৯৮ কোটি মার্কিন ডলার) হ্রাস পেয়েছে।  বাংলাদেশি টাকায় যা ৮ হাজার ২১৬ কোটি প্রায়।

সূত্রমতে, সাধারণ ও খাদ্য মূল্যস্ফীতি উভয়ই গড়ে হ্রাস পেলেও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

এ সময়ে আমদানি ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩.২১ শতাংশ। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন ২.৩২ শতাংশ হ্রাস পেয়েছে। তবে এ সময়ে এনবিআর'র রাজস্ব আয় ১২.৯ শতাংশ বৃদ্ধি পেলেও এনবিআর বহির্ভূত কর রাজস্ব আহরণ কমেছে।

উল্লেখ্য, চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আয় ৫২ হাজার ২৭২ কোটি টাকা, যা লক্ষ্য মাত্রার ১৫.৪ শতাংশ। এছাড়া রপ্তানি আয়ও বেড়ে দাঁড়িয়েছে ১.২৮ শতাংশে।

স্পিকার ড. শিরীন শারমনি চৌধুরী সভাপতিত্বে আজ রবিবার (১০ মার্চ) সংসদের বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ‘বাজেট বাস্তবায়ন ২০১৮-১৯ অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই- সেপ্টেম্বর) পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি ও আয়-ব্যয়ের গতিধারা এবং সামস্টিক অর্থনৈতিক বিশ্লেষণ সংক্রান্ত প্রতিবেদন’ উপস্থাপন করেন।

বৈদেশিক রিজার্ভের ব্যাপারে মন্ত্রী বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ মোটামুটি স্থিতিশীল রয়েছে, যা ৩০ সেপ্টেম্বর ২০১৮ তারিখে ছিল ৩ হাজার ১৯৬ কোটি মার্কিন ডলার (৩১.৯৬ বিলিয়ন মার্কিন ডলার) যা দিয়ে ৬.৪ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

Bootstrap Image Preview