Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ

রাশেদুজ্জামান সাজু, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৭:১৮ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৭:১৮ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ে ৫ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকার মানুষরা ক্ষোভ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) প্রতিদিনের মত ৫ম শ্রেণী স্কুলছাত্রী কাশিডাঙ্গা সরকারি বিদ্যালয়ে পাঠদানের জন্য যায়। এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কাশেম ৫ম শ্রেণীর ওই স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা করে এবং মারধর করেন।

অভিযুক্ত মো: আবুল কাশেম ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের কাশিডাঙ্গা সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

স্থানীয়রা জানান, গত ৭ মার্চ প্রতিদিনের মত ৫ম শ্রেণী স্কুলছাত্রী কাশিডাঙ্গা সরকারি বিদ্যালয়ে পাঠদানের জন্য যায়। এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কাশেম ৫ম শ্রেণীর ওই স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা করে এবং মারধর করেন।

শনিবার (৯ মার্চ) পরিবারের লোকজন অভিযোগ নিয়ে বিদ্যালয়ে গেলে সহকারী শিক্ষক আবুল কাশেমের সঙ্গে বাকবিতন্ডা হয়।

৫ম শ্রেণীর শিক্ষার্থীর বাবা বলেন, সহকারী শিক্ষক আবু কাশেম আমার মেয়ের শ্লীলতাহানীর চেষ্টা করে। বিদ্যালয়ে অভিযোগ নিয়ে গেলে শিক্ষক আমার উপর চড়াও হয়। আমি এ ঘটনার বিচার চাই। স্থানীয়রা ওই সহকারী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত সহকারি শিক্ষক আবুল কাশেমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেন নি।

তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: নিলুফা আক্তার বলেন, এ ঘটনা সম্পর্কে আমাকে কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, শুনেছি কাশিডাঙ্গা স্কুলের ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানীর চেষ্টা করে সহকারী শিক্ষক। তবে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

 

Bootstrap Image Preview