Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্রিটিশ নাগরিকত্ব হারালেন আইএসের আরও ২ নারী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৪:৪৮ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৪:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বাংলাদেশি বংশোদ্ভূত শামিমা বেগমের পর এবার ব্রিটিশ নাগরিকত্ব হারালেন আইএসের আরও দুই নারী। বর্তমানে ওই নারীরা তাদের সন্তানদের নিয়ে সিরিয়ার একটি শরণার্থী ক্যাম্পে রয়েছেন।

সিরিয়ার শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়া শামিমা বেগমের শিশু সন্তানের মৃত্যুর ঘটনা নিয়ে সমালোচনার মধ্যেই আরও দুই নারীর নাগরিকত্ব হারানোর বিষয়টি সামনে এলো। শামিমা বেগম মাত্র ১৫ বছর বয়সে লন্ডন থেকে পালিয়ে সিরিয়ায় পাড়ি জমান। সেখানে আইএসের এক যোদ্ধাকে বিয়ে করেন তিনি। নিজের শিশু সন্তানের জন্য ব্রিটেনে ফিরতে চেয়েছিলেন শামিমা। কিন্তু তার নাগরিকত্ব বাতিল করে দেয় বিট্রেন।

সানডে টাইমসের এক খবরে সম্প্রতি নাগরিকত্ব হারানো আরও দুই নারীর পরিচয় জানানো হয়েছে। এদের মধ্যে একজনের নাম রিমা ইকবাল এবং অপরজন তার বোন জারা। তারা দু'জনে লন্ডনের পূর্বাঞ্চল থেকে পালিয়ে সিরিয়ায় আইএসে যোগ দিয়েছিলেন।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হলে এর কার্যালয় থেকে জানানো হয়েছে যে, তারা এমন আলাদা আলাদা ঘটনার জন্য মন্তব্য করে না।

বর্তমানে রিমার বয়স ৩০ এবং জারার ২৮। তারা বর্তমানে পৃথক দু'টি শরণার্থী শিবিরে রয়েছেন। সেখানে তাদের সঙ্গে আরও কয়েক হাজার পরিবার রয়েছে। তারা সবাই আইএস নিয়ন্ত্রিত এলাকা থেকে পালিয়ে এসেছেন।

এই দুই নারী পাঁচ সন্তানের জননী। এই শিশুদের বয়স আট বছরের নিচে। এই নারীদের বাবা-মা পাকিস্তানি। তবে তাদের দু'জনের দ্বৈত নাগরিকত্ব আছে কিনা সে বিষয়ে জানা যায়নি।

২০১৩ সালে সিরিয়ায় পাড়ি জমান এই দুই বোন। তারা দু'জনে সিরিয়ায় যাওয়ার আগেই আইএসের দুই যোদ্ধাকে বিয়ে করেন।

সিরিয়ায় পাড়ি দেয়ার সময় গর্ভবতী ছিলেন জারা। সেখানে যাওয়ার পর তিনি তৃতীয় সন্তানের জন্ম দেন। অপরদিকে রিমার এক ছেলের জন্ম ব্রিটেনে এবং অপরজনের সিরিয়ায়।

Bootstrap Image Preview