Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৫৭ আরোহী নিয়ে ইথিওপীয় বিমান বিধ্বস্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৩:২৪ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৩:২৬ PM

bdmorning Image Preview


আদ্দিস আবাবা থেকে নাইরোবি যাওয়ার পথে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এই বিমানটিতে ১৪৯ জন যাত্রী ও আটজন ক্রু সদস্য ছিলো। এর ক্ষয়ক্ষতি সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি।

রবিবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে বোয়িং ৭৩৭ বিমানটি বিধ্বস্ত হয়। এয়ারলাইন্সটির এক মুখপাত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে।

এয়ারপোর্টের মুখপাত্র রয়টার্সকে জানান, ফ্লাইটটিতে রাজধানী আদ্দিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দক্ষিণ-পূর্ব একটি শহরের কাে ক্র্যাশ করে।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় টুইটারে দুর্ঘটনায় নিহতদের পরিবারের কাছে সমবেদনা জানিয়েছে।

সরকার ও ইথিওপিয়ার জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় টুইটারের মাধ্যমে জানিয়েছেন, আজ সকালে কেনিয়ার নাইরোবিতে নিয়মিত নির্ধারিত ফ্লাইটে ইথিওপিয়ান এয়ারলাইনস বোয়িং ৭৩৭ এ তাদের প্রিয়জনকে হারিয়েছে এমন পরিবারের প্রতি তাদের গভীরতম সমবেদনা জানায়।

Bootstrap Image Preview