Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাইজারে সংঘর্ষে ৭ সৈন্য ও ৩৮ বোকা হারাম জঙ্গি নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ১২:৩১ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ১২:৩১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নাইজারের দক্ষিণপূর্বাঞ্চলে বোকো হারাম জিহাদিদের হামলায় ও সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ৭ সৈন্য ও ৩৮ জঙ্গি নিহত হয়েছে।

শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ‘গুয়েসকেরোউ উপকণ্ঠে বোকো হারাম সদস্যরা হামলা চালালে সশস্ত্র বাহিনী পাল্টা জবাব দিয়েছে।’ বোকো হারামের জন্মস্থান নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চল নাইজারের ডিফা’র গুয়েস্কেরোউ এ হামলা চালানো হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রথমিক হিসেব অনুযায়ী এই সংঘর্ষে ৭ সৈন্য ও ৩৮ সন্ত্রাসী নিহত হয়েছে। এক জঙ্গিকে আটক করা হয়েছে। জঙ্গিদের পাঁচটি গাড়ি এবং চারটি একে ৪৭টি রাইফেল, আটটি মেশিনগান, দুটি আরপিজি রকেট লঞ্চারসহ বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

Bootstrap Image Preview