Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেক্সিকোয় নাইটক্লাবে বন্দুকধারীদের গুলিতে নিহত ১৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ১০:৩১ AM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ১০:৩১ AM

bdmorning Image Preview


মেক্সিকোর একটি নাইটক্লাবে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

শনিবার ভোরে গুয়ানাজুয়াতো রাজ্যের সালামানকা শহরে আগেলা প্লায়া মেনজ ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

দ্য খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

খবরে বলা হয়, তিনটি ভ্যানে করে একদল অস্ত্রধারী ক্লাবের সামনে এসে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই ১৩ ও হাসপাতালে দুজনের মৃত্যু হয়।

গুয়ানাজুয়াতোর প্রসিকিউটর দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, আগেলা প্লায়া মেনজ ক্লাবের ভেতর থেকে ১৩ জনের লাশ উদ্ধার করা হয়। বাকি দুজন প্রাণ হারান হাসপাতালে নিয়ে যাওয়ার পর।

পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে, সালামানকা শহরের তেল মজুদের দখল নিয়ে একাধিক সশস্ত্র চক্র সক্রিয় রয়েছে।

চলতি সপ্তাহেই দেশটির প্রেসিডেন্ট অ্যান্দ্রে ম্যানুয়েল লোপেজ এসব স্থানীয় চক্রের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন বলে দ্য খালিজ টাইমসের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Bootstrap Image Preview