Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘সিগন্যালে গাড়ি আটকালে গণ্যমান্যরা গালমন্দ করেন’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ১০:৩৩ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ১০:৩৩ PM

bdmorning Image Preview


গণপরিবহনে আইন কেউ মানতে চায় না। সিগন্যালে গাড়ি আটকালে অনেক সময় গণ্যমান্য ব্যক্তি ট্রাফিক পুলিশকে গালমন্দ করেন বলে জানিয়েছেন, মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

শনিবার সকাল ১১টায় রাজধানীর আজিমপুরে অফিসার্স কলোনি অডিটোরিয়ামে ট্রাফিক দক্ষিণ বিভাগ আয়োজিত ‘ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, গণপরিবহন পরিচালনার জন্য আমাদের দেশে আইন আছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে এই আইন আমরা কেউ মানতে চাই না। অনেক সময় সিগন্যালে গাড়ি আটকে দিলে অনেক গণ্যমান্য ব্যক্তি ট্রাফিক পুলিশকে গালমন্দ করেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, সবাই যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হন, আইন না মানেন, তবে আইনশৃঙ্খলা বাহিনী সড়কের শৃঙ্খলা ফেরাতে পারবে না।

পুলিশের এ কর্মকর্তা বলেন, সড়কের শৃঙ্খলা ফেরাতে আইনশৃঙ্খলা বাহিনী, পরিবহন মালিক ও শ্রমিক সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

আছাদুজ্জামান মিয়া বলেন, আইন না মেনে যত্রতত্র গাড়ি পার্কিং, ঝুঁকিপূর্ণভাবে যাত্রী ওঠানো ও চুক্তিভিত্তিক গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা বাড়ছে। এই দুর্ঘটনা কমাতে বা নিয়ন্ত্রণ করতে আমাদের সবার আইন মেনে গাড়ি চালাতে হবে। নির্দিষ্ট গতিতে চালাতে হবে, নির্দিষ্ট স্টপেজ ছাড়া গাড়ি থামানো যাবে না। এক স্টপেজ থেকে আরেক স্টপেজ পর্যন্ত গাড়ির দরজা বন্ধ রাখতে হবে। তবেই সড়ক দুর্ঘটনা কমে যাবে।

Bootstrap Image Preview