Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একই জমিতে ড্রাগন ফলের সাথে চাষ হচ্ছে গমও

সৈয়দ রোকনুজ্জামান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০৯:০৮ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০৯:০৮ PM

bdmorning Image Preview


দিনাজপুরের নবাবগঞ্জে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ড্রাগন ফলের চাষ। ড্রাগন ফলের ওই জমিতেই সাথী ফসল হিসেবে চাষ করা হচ্ছে গমও। এতে বেশ লাভবানও হচ্ছেন চাষীরা। প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা পেলে ড্রাগন ফল চাষের পরিধি আরও বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা।

নবাবগঞ্জ উপজেলার আখিরা গ্রামের দেলোয়ার হোসেনের জমিতে আগে অন্য ফসলের চাষ হলেও এখন ফলছে ড্রাগন ফল। পাশাপাশি একই জমিতে সাথী ফসল হিসেবে চাষ করছেন গমও।

অন্যের চাষ দেখে অনুপ্রাণিত হয়ে দেলোয়ার তার নিজস্ব জমিতে ৫ বছর ধরে পুষ্টিকর বিদেশি ফল ড্রাগন চাষ ও পাশাপাশি একই জমিতে সাথী ফল গম চাষ করে এসে বাড়তি উপার্জন করছেন বলে তিনি জানান।

তিনি বলেন, ৪শ' টাকা কেজি দরে ড্রাগন ফল বাণিজ্যিকভাবে রংপুরে বিক্রি করে আসছে। দেলোয়ারের দেখাদেখি এলাকার অন্যান্য চাষীরাও উদ্বুদ্ধ হচ্ছেন ড্রাগন ফল চাষে। আর চাষীদের পরামর্শসহ সব ধরনের সহযোগিতা দিচ্ছেন বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদফতর।

তবে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে উৎসাহ দিয়ে ড্রাগন ফল চাষের পরিধি আরও বাড়াতে কৃষি সম্প্রসারণ অধিদফতরকে অনুরোধ করেছেন দোমাইল গ্রামের কৃষক হেলাল মিয়া।

Bootstrap Image Preview