Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ম্যাসেঞ্জারে অশ্লীল ছবি দিয়ে চাঁদার দাবি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০৭:৪৪ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০৭:৪৪ PM

bdmorning Image Preview


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া একাউন্ট খুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে আব্দুল্লাহ আল মোহাইমিন নামে এক যুবককে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

গত শুক্রবার রাতে নগরীর বাঘমারা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ডিবি।

ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ বলেন, গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মোহাইমিন শরিফুল আলম নামে একটি ভুয়া ফেসবুক একাউন্ট খুলে। পরে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের এমবিবিএস শেষ পর্বের এক ছাত্রীর ম্যাসেঞ্জারে কিছু অশ্লীল ছবি পোস্ট করে সে।

পরবর্তীতে, ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়লে গত ৯ জানুয়ারি ওই ছাত্রী বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। তারপর শরিফুল আলম নামে একটি ভুয়া ফেসবুক একাউন্ট থেকে আর কোন ধরণের অশ্লীল কিছু আসা বন্ধ হয়ে যায়। কিন্তু ৭ মার্চ আবার সেই আইডি থেকে ওই ছাত্রীর মেসেঞ্জারে একটি নগ্ন ছবি পোস্ট করা হয় এবং ভয় দেখিয়ে পাঁচ হাজার টাকা চাঁদার দাবি করা হয়।

অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে শরিফুল আলম নামের ওই ভুয়া আইডির মালিক আব্দুল্লাহ আল মোহাইমিনকে নগরীর বাঘমারা মোড় থেকে গ্রেফতার করা হয়।

সাংবাদিকদের ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, উক্ত অভিযোগের ভিত্তিতে  মোহাইমিনেরে বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Bootstrap Image Preview