Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রাণীনগরে এক মাসে গ্রেফতার ৪২

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০১:৩৮ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০১:৪৩ PM

bdmorning Image Preview


নওগাঁর রাণীনগরে পুলিশের বিশেষ অভিযানে খুন, ডাকাতি, মাদক, পলাতক, সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৪২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত এক মাসে বিভিন্ন মামলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে ৬ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়।

উল্লেখ্য, পুলিশের এই বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ৭ লাখ টাকার বিভিন্ন মাদক দ্রব্য।

জানা গেছে, রাণীনগর থানার ওসি হিসেবে এএসএম সিদ্দিকুর রহমান গত ২০ নভেম্বর যোগদান করার পর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় তার নেতৃত্বে সন্ত্রাস, নাশকতা, জঙ্গী ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অব্যাহত এই অভিযানে বিভিন্ন ঘটনায় ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।

রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান, গত এক মাস  উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুন, ডাকাতি, মাদক, পলাতক, সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন মামলার ৪২ জন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, অপরাধ করে কেউ এলাকায় থাকার কোন সুযোগ পাবে না। হয় তাকে জেলে থাকতে হবে না হয় অপরাধ কর্মকাণ্ড ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে হবে। তাছাড়া মাদক কারবারীদের সাথে পুলিশের কোন আপোষ নেই।

এছাড়াও সন্ত্রাস, নাশকতা, জঙ্গী ও মাদক দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

Bootstrap Image Preview