Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নৌবাহিনী দিচ্ছে একাধিক শাখায় চাকরি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ১২:০৪ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ১২:০৪ PM

bdmorning Image Preview


বাংলাদেশ নৌবাহিনীর বি-২০১৯ ব্যাচে নাবিক ও এমওডিসি (নৌ) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে পারেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী

শাখার নাম: ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান। বিজ্ঞানে জিপিএ ৩.০০। এসএসসিতে উচ্চতর গণিত এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্তদের অগ্রাধিকার

শাখার নাম: মেডিকেল

শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/ সমমান। জিপিএ ৩.০০

শাখার নাম: পেট্রোলম্যান, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও এমওডিসি (নৌ)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান। সব বিভাগে জিপিএ ৩.০০।

শাখার নাম: টোপাস

শিক্ষাগত যোগ্যতা: ৫ম শ্রেণি

প্রার্থীর ধরন: পুরুষ
নাগরিকত্ব: বাংলাদেশি নাগরিক 
বৈবাহিক অবস্থা: অবিবাহিত 
দক্ষতা: সাঁতার জানতে হবে

বয়স: ১ জুলাই ২০১৯ তারিখে নাবিকের ক্ষেত্রে ১৭-২০ বছর। এমওডিসির (নৌ) ক্ষেত্রে ১৭-২২ বছর

আবেদনের নিয়ম: ভর্তির জন্য www.joinnavy ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করতে হবে।

উপস্থিতি: প্রয়োজনীয় সনদ ও কাগজপত্রসহ নির্ধারিত ভর্তিকেন্দ্রে সকাল ৮টায় উপস্থিত থাকতে হবে।

 

Bootstrap Image Preview