Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছেলেদের অত্যাচারে মায়ের ‘আত্মহত্যা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ১১:৪০ AM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ১১:৪০ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


মানিকগঞ্জের দৌলতপুরে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর নাম চেনি বেগম (৫০)। অভিযোগ উঠেছে, ছেলেদের মারধর ও অত্যাচারের কারণে চেনি বেগম আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৮ মার্চ) সকালে দৌলতপুরের ধামশর ইউনিয়নের কাকনা গ্রামে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত চেনি বেগম কাকনা গ্রামের পানচু মিয়ার স্ত্রী।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তার দুই ছেলে চঞ্চল (৩০) ও রাসেলকে (২৬) আটক করেছে।

পানচু মিয়া অভিযোগ করে বলেন, পারিবারিক কলহের কারণে প্রায়ই আমার দুই ছেলে তাদের মাকে মারধর করতো। গত মঙ্গলবার এবং বৃহস্পতিবারও দুই ছেলে তাদের মাকে মারধর করে। ছেলেদের অত্যাচার সইতে না পেরে আমার স্ত্রী বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে খাওয়া শেষে চেনি বেগমকে আর খুঁজে পাওয়া যায়নি। রাতে বিভিন্ন স্বজনদের বাড়ি গিয়েও তার খোঁজ মেলেনি। পরে শুক্রবার সকালে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে কাজ করার সময় কয়েকজন চেনি বেগমের মরদেহ দেখে খবর দেয়। পুলিশ খবরপেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলামও বলেন, নিহত চেনি বেগমকে তার ছেলেরা মাঝে মাঝেই মারধর করতো।

এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার কর্মকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চেনি বেগম বিষ পান করে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তার দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের মৃত্যুর কারণ বলা যাবে এবং রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview