Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভোলা থেকে আবাসনের ৬৯ মেট্রিক টন চাল পাচার, আটক ২০ মেট্রিক টন

শরীফ হোসাইন, ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ১১:০৩ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ১১:১২ PM

bdmorning Image Preview


ভোলার দৌলতখান উপজেলার মদনপুর গুচ্ছগ্রামের ২০ মেট্রিক টন চালসহ ট্রাক আটক করেছে ভোলা জেলা প্রশাসন।

শুক্রবার (৮ মার্চ) সকাল ৯টার দিকে ভেদুরিয়া ফেরীঘাট থেকে এ চাল জব্দ করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ চাল ছাড়িয়ে নিতে চলছে দেন-দরবার।

সূত্রে জানা গেছে, ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের গুচ্ছগ্রামের ৬৮.৭৪০ মেট্রিক টন চাল গত ৩১ জানুয়ারী ২০১৯ তারিখে অনুমোদন করেন দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্রনাথ মজুমদার।

দৌলতখান খাদ্য অধিদফতরের বিলি আদেশ (ডিও) এর চালানের মাধ্যমে জানা যায়, ওই গুচ্ছ গ্রামের সিপিসি (ক্রেতা) চর মুন্সি কোয়েল ডি-১ গুচ্ছগ্রাম মদনপুরের ইউপি মেম্বার বেনু আমিনের নামে চালগুলো ইস্যু করা হয়। দৌলতখান খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শান্তি রঞ্জন দাস গুচ্ছগ্রামের কাজ পরিচালনার জন্য এ চালগুলে ৩১/১/২০১৯ তারিখে বিতরণ দেখান। কিন্তু চালগুলো ওই তারিখে বিতরণ না করে (৮ ফেব্রুয়ারি) শুক্রবার ৩টি ট্রাকে ভর্তি করে সাতক্ষীরার ত্রিশ মাইলের রাকিব অটোরাইস মিলের নামে পাচার করা হচ্ছিল। চালগুলো ভোলার ভেদুরিয়া ফেরীঘাট হয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে ট্রাকে করে যাচ্ছিল। জব্দকৃত ট্রাক নং-কুষ্টিয়া-ট-১১-১৯৭২।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ভোলার জেলা প্রশাসক একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পাচারকৃত চালগুলো জব্দ করে ভোলা থানায় নিয়ে আসলেও অপর ২টি চালভর্তি ট্রাক ফেরী পার হয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ চালগুলো জব্ধ করে নিয়ে আসেন সহকারী ম্যাজিস্ট্রেট (ভূমি) কাওসার হোসেন। বর্তমানে আটককৃত জাল ও ট্রাক ভোলা সদর মডেল থানায় রয়েছে।

সূত্রে আরো জানা গেছে, উক্ত চালগুলো ভোলার খালপাড়ের কলোবাজারী চাল ব্যবসায়ী আলমগীর মিয়ার ক্রয়কৃত চাল। সরকারের বিধান অনুযায়ী প্রতি জেলার চাল স্ব-স্ব এলাকায় বিতরণের কথা থাকলেও এ কু-চক্রি মহল দীর্ঘদিন যাবৎ আবাসনের চাল কম দরে ক্রয় করে ভোলার বাইরে বিক্রি করে দেয়। এই আটককৃত চাল ছাড়িয়ে নেয়ার জন্য সারা দিন দেন-দরবার চালাচ্ছেন বিভিন্ন মহল।

এ ব্যাপারে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্রনাথ মজুমদার বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, আবাসনের কাজের জন্য চাল দেয়া হলেও চালগুলো তারা বিতরণ না করে অন্যত্র বিক্রি করেছে। এটা সম্পূর্ণ অন্যায় এবং বেআইনী কাজ।

অন্যদিকে, এ ব্যাপারে দৌলতখান খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শান্তি রঞ্জন এর সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি বিধায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া জানান, আমারা প্রশাসন সহকারে চাল আটক করেছি। এ ব্যাপারে আমার বলার কিছুই নাই। নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কাছ থেকে আপনারা বিস্তারিত জানুন।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) কাওসার হোসেন জানান, গুচ্ছাগ্রামের চাল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকসহ চাল আটক করি। এই চাল কার এমন কোন মালিক (মহাজন) এখনও দাবি করেনি। অসুসন্ধান করা হচ্ছে, এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি খোঁজ নিয়ে জেনেছি চাল পাচার হওয়ার সময় আটক হয়েছে। আমাদের কাছ থেকে সঠিক নিয়মেই ডিও’র কাছে গুচ্ছগ্রামের চাল বিতরণ করা হয়েছে। এরপর কি হলো তা আমাদের দেখার বিষয় নয়।

তিনি আরো বলেন, চাল হস্তান্তর হওয়ার পর ৫০ শতাংশ বিক্রি করতে পারবে। যিনি গুচ্ছগ্রামের চাল ক্রয় করেছেন, তিনি যদি সঠিক কাগজপত্র দেখাতে পারেন তাহলে চাল পাবেন, অন্যথায় নয়। পাচার হওয়ার সময় আটককৃত চাল নিয়ে আগামীকাল সিন্ধান্ত হবে।

উল্লেখ্য, ২০১৮ সালে ওই কালোবাজারী চাল ব্যবসায়ী আলমগীর মিয়া দৌলতখান আবাসনের ৩ ট্রাক চাল পাচারকালে পুলিশ হাতেনাতে আটক করে ভোলা থানায় সোপর্দ করে। ওই চাল ক্রয়কারী আলমগীর চাকলাদার ভবিষ্যতে ভোলার বাহিরে চাল পাচার না করার মুচলেকা দিয়ে সে চালগুলো দৌলতখান খাদ্য গুদামে ফেরৎ পাঠায়।

Bootstrap Image Preview