Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হিরার গহনা চুরির অভিযোগ কাঠগড়ায় ইঁদুর!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০৩:৫২ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০৩:৫২ PM

bdmorning Image Preview


ইঁদুরের বিরুদ্ধে হিরার গহনা চুরির অভিযোগ! এছাড়া গহনা চুরির অভিযোগে পুলিশ এফআইআরে ইঁদুরের নাম লেখা হয়েছে। এমন ঘটনা ঘটেছে ভারতে।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ভারতের বিহার রাজ্যের পাটনার বোরিং রোডের একটি নামী গহনার দোকানে হিরার গয়না চুরিতে অভিযুক্ত করা হয়েছে ইঁদুরকে। ইতিমধ্যে চুরির প্রমাণ মিলেছে দোকানের সিসিটিভি ফুটেজেই।

এখন চুরি হওয়া হিরার গহনা পেতে তন্নতন্ন করে খোঁজা হচ্ছে। দোকানের ফলস সিলিং থেকে দেয়ালের গর্ত, কিছুই বাদ দিচ্ছে না পুলিশ।

ওই গহনার দোকানের কর্তারা জানান, কয়েক দিন আগে বেশ কয়েকটি দামী হিরার গয়না চুরি যায়। স্বাভাবিক ভাবেই দোকানের কর্মচারীদের সন্দেহ করে কর্তৃপক্ষ।

থানায় এফআইআর দায়ের করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। দোকানের ভিতরে থাকা তিনটি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, মুখে করে হিরার গহনার প্লাস্টিক প্যাকেট নিয়ে চম্পট দিচ্ছে ইঁদুর। ইঁদুরের এমন কাণ্ড দেখার পরে অবাক দোকানের কর্তারাও। তবে এখন পর্যন্ত হিরার গহনা খুঁজে পাওয়া যায়নি।

Bootstrap Image Preview