Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে শুরু হল ঐতিহ্যবাহী রাজপূণ্যাহ

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০২:৪০ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০২:৪০ PM

bdmorning Image Preview


বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী খাজনা আদায়ের উৎসব রাজপূন্যাহ।

শুক্রবার (৮ মার্চ) সকালে মেলা উপলক্ষ্যে একটি শোভাযাত্রা বোমাং রাজার বাসভবন থেকে শুরু হয়ে পুরাতন রাজার মাঠের মূল অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়। 

শোভাযাত্রায় বোমাং সার্কেলের ১৭তম রাজা উ চ প্রু রাজ পোষাক পরিধান করে তরবারী হাতে অংশ নেন। এসময় রাজকর্মচারী, পাইক পেয়াদা, বিভিন্ন মৌজার হেডম্যান-কারবারী, দুরদুরান্ত থেকে আসা বিভিন্ন সম্প্রদায়ের প্রজা সাধারণ ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গরা রাজার সাথে শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

১৪১তম এই রাজপূন্যাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রী ড.মো: আবদুর রাজ্জাক এমপি।

অন্যান্যদের মধ্যে কৃষি সচিব নাসিরুজ্জামান, বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খন্দকার মো: শাহিনুর এমরান, জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদারসহ সরকারি-বেসরকারি  উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও এই অনুষ্ঠানে যোগ দেন জেলার ১০৯ টি মৌজার হেডম্যান এবং কারবারীরা। প্রতিবছর এই মেলার মাধ্যমে জেলার হেডম্যান এবং কারবারীরা আনুষ্ঠানিকভাবে রাজাকে খাজনা প্রদান করে থাকেন। 

প্রসঙ্গত, নির্বাচনের কারনে এবার ঐতিহ্যবাহী রাজপূণ্যাহ উৎসবে মেলার অনুমতি দেয়নি প্রশাসন। নির্বাচন চলাকালীন সময়ে ৩ দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হলে তা নির্বাচনের সুষ্ঠ পরিবেশের বিঘ্ন ঘটবে এমন আশংকায় মেলার আয়োজন না করার পরামর্শ দিয়েছেন প্রশাসন।   

Bootstrap Image Preview