Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে খাজনা আদায়ের উৎসবে মেলেনি মেলা বসার অনুমতি

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ১০:৩৬ AM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ১০:৪৬ AM

bdmorning Image Preview


বান্দরবানের ঐতিহ্যবাহী রাজপূণ্যা উৎসবে মেলার অনুমতি দেয়নি প্রশাসন। নির্বাচন চলাকালীন সময়ে তিনদিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হলে তা নির্বাচনের সুষ্ঠ পরিবেশের বিঘ্ন ঘটবে এমন আশংকায় মেলার আয়োজন না করার পরামর্শ দিয়েছেন প্রশাসন। তবে পুরাতন রাজবাড়ি মাঠে যথারীতি চলবে রাজার খাজনা আদায় অনুষ্ঠান।

বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় রাজার মাঠে প্রশাসনের অনুমতি ছাড়াই নির্মিত মেলার অস্থায়ী দোকানপাটসহ অন্যান্য স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে পুলিশ।

আইন-শৃঙ্খলা রক্ষায় কর্তব্যরত কর্মকর্তারা জানান, মেলার অনুমতি না থাকায় যারা এর মধ্যেই দোকানপাট সাজিয়েছে তাদের সেগুলো গুটিয়ে নিতে বলা হচ্ছে। আর যারা দোকান খোলার প্রস্তুতি নিচ্ছেন, তাদের নিষেধ করা হয়েছে।

চট্টগ্রাম থেকে আসা ব্যবসায়ী আব্দুল সালাম বলেন, আমরা চট্টগ্রাম থেকে গাড়ী ভাড়া করে অনেক টাকা খরচ করে মেলায় এসেছি। কিন্তু এখন বলতেছে মেলা হবে না। মেলা না হলে আমাদের অনেক টাকা লোকসান হবে। এই রকম অবস্থা হলে আমরা পরবর্তীতে আর আসবোনা।

বান্দরবান পুলিশ সুপার মো: জাকির হোসেন মজুমদার জানান, আসন্ন উপজেলা পরিষদের সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ঐহিত্যবাহী খাজনা আদায়ের উৎসবে এ বার মেলায় বসার অনুমতি দেয়া হয়নি। তবে তাদেরকে নির্বাচনের পরে মেলায় বসার পরামর্শ দেয়া হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক দাউদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সামনে নির্বাচন, গোয়েন্দা তথ্যমতে নির্বাচনের আগে তিনদিন ব্যাপী মেলা হলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশে বিঘ্ন ঘটতে পারে। তাই এ বার রাজ পূণ্যাহ উৎসবে প্রশাসনের পক্ষ থেকে মেলা বসার অনুমতি দেয়া হয়নি। কিন্তু খাজনা আদায়ের মূল অনুষ্ঠান যথাযথ ভাবে পালন করা হবে। আর তাতে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।   

Bootstrap Image Preview