Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নৌকার সংসদ সদস্য ভোট চাইছেন আনারসে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ১০:০৮ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ১০:১০ PM

bdmorning Image Preview


নরসিংদীর জেলার রায়পুরায় জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচার-প্রচারণা। ক্ষমতাসীন দলের দুই প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক এবং সহ-সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান লড়ছেন।

এ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু স্বতন্ত্র প্রার্থীর পক্ষে (আনারস প্রতীক) সভা-সমাবেশ করছেন বলে অভিযোগ করেছেন নৌকা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান।

আজ বৃহস্পতিবারও এমপি রাজু ডৌকারচরে সভা করেছেন। নৌকার এমপি হয়ে তিনি নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছেন। এ নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রহমান নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান। কিন্তু স্থানীয় এমপি রাজু তার ছেলের জন্য মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়। পরে তারই পছন্দের প্রার্থী আব্দুস সাদেকের জন্য জোর তদবির করেন।

একাধিক আওয়ামী লীগ নেতাকর্মী জানান, মিজান চেয়ারম্যানের সঙ্গে মনস্তাত্বিক দ্বন্দ্বের কারণে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপক্ষে প্রার্থী দিয়েছেন এমপি রাজিউদ্দিন আহমেদ রাজু। তাই স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক। তার পক্ষে এমপি রাজিউদ্দিন রাজু সমস্ত শক্তি ও সমর্থক নিয়ে মাঠে রয়েছেন বলে সভা করে ঘোষণা দিচ্ছেন আনারসের প্রার্থী আব্দুস সাদেক। এমপি রাজুর মনোনীত প্রার্থী হিসেবে বাড়ি বাড়ি ঘুড়ে আনারস মার্কায় ভোট চেয়ে বেড়াচ্ছেন তিনি।

রায়পুরা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, রায়পুরা অডিটরিয়ামে কর্মী সমাবেশ ডেকে স্বতন্ত্র প্রার্থীর জন্য ভোট চাচ্ছেন এমপি রাজু। আজও ডৌকারচরে সভা করেছেন তিনি। নৌকার এমপি হয়ে নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছেন তিনি। তাছাড়া এমপি রাজু একের পর এক আচরণবিধি লঙ্গন করে যাচ্ছেন। তার কারণে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট হবে।

এ ব্যাপারে এমপি রাজিউদ্দিন আহমেদ রাজুর সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Bootstrap Image Preview