Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দোহারে এতিমখানার ভবন উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৮:৩৪ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০৮:৩৯ PM

bdmorning Image Preview


ঢাকার দোহার উপজেলার মুকসুদপুরের মৌড়ায় সোসাইটি ফর ইসলামিক ট্রেনিং সেন্টার বাংলাদেশ (এসআইটিসিবি)’র আল-হানাম ইয়াতিমখানার আবাসন ব্যবস্থার উন্নয়নকল্পে নবনির্মিত ৪ তলাবিশিষ্ট একাডেমি ভবনের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বৃহস্পতিবার ৪তলা বিশিষ্ট একাডেমি ভবনের উদ্বোধন করা হয়।

এ সময় তিনি ইউএইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের উন্নয়নে বাংলাদেশে অবস্থিত ইউএই’র অ্যাম্বাসি অবদান অনেক। তারা এ দেশে বিভিন্ন মসজিদ, মাদরাসা নির্মাণে অর্থসহ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে।

মন্ত্রী বলেন, এই সরকারকে দেশের মানুষ ভালোবাসে। এই সরকারকে দেশের মানুষ চায়। তার শাসনামলে দেশের নারীরাও সমান তালে এগিয়ে যাচ্ছে। এর উদাহরণ হিসেবে দেখুন এসিল্যান্ড পদ থেকে শুরু করে সর্বত্র নারীরা সমানভাবে কাজের সুযোগ পাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা মহাকাশে অবতরণ করেছি। আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে। সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে।

এ দিকে চলমান বুড়িগঙ্গাসহ সকল অভিযান অব্যাহত থাকবে। কোনো কারণে একটি অভিযানও বন্ধ হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ-আল মুহ্যইরি, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, দেহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো আলমগীর হোসেন প্রমুখ।

Bootstrap Image Preview