Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাকারবার্গকে হটিয়ে 'বিশ্বের সর্বকনিষ্ঠ কোটিপতি' কাইলি জেনার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ১১:৩৭ AM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ১১:৩৭ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ফেসবুক কর্ণধার মার্ক জাকারবার্গকে হটিয়ে ‘বিশ্বের সর্বকনিষ্ঠ কোটিপতি’ তালিকায় উঠে আসলেন কাইলি জেনার। তিনি এখন বিশ্বের সর্বকনিষ্ঠ কোটিপতি। ফোর্বের সর্বশেষ তালিকা অনুযায়ী বিশ্বের সর্বকনিষ্ঠ কোটিপতি হিসেবে নাম উঠেছে তার। খবর দিয়েছে বার্মিংহাম লাইভ’র।

কারদাশিয়ান পরিবারের সবচেয়ে ছোট সদস্য ২১ বছর বয়সী কাইলির এ টাকা বানিয়েছেন তার কসমেটিক সামগ্রীর ব্যবসার মাধ্যমে। তার নিজস্ব সৌন্দর্যবর্ধক সামগ্রীর ব্যবসা আছে।

তিনি মাত্র ৩ বছর বয়স সে ব্যবসা শুরু করেন। যা কেবল গত এক বছরে কাইলিকে লাভ দিয়েছে ৩৬ কোটি ডলার।

বিশ্বের সর্বকনিষ্ঠ কোটিপতি হওয়ার কথা জানিয়েছেন ফোর্বসকে। কাইলি বলেন, ‘আমি ভবিষ্যৎ দেখতে পাই না, ভাবিও না। তবে পরিশ্রমে বিশ্বাসী। আর পরিশ্রমের যে প্রতিদান পেয়েছি তা সত্যিই অপ্রত্যাশিত।’

ফোর্বের সর্বশেষ তালিকা অনুযায়ী বর্তমানে ধনীদের তালিকায় প্রথমে আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। যার সম্পদের পরিমাণ ১৩১ বিলিয়ন ডলার। যা ২০১৮ সালে ছিল মাত্র ১৯ বিলিয়ন ডলার।

Bootstrap Image Preview